Khoborerchokh logo

গাইবান্ধায় বিল্ডিংয়ের বিম ধসে শ্রমিক ও পথচারীর মৃত্যু 264 0

Khoborerchokh logo

গাইবান্ধায় বিল্ডিংয়ের বিম ধসে শ্রমিক ও পথচারীর মৃত্যু

গাইবান্ধা জেলা শহরের ডিবি রোডসংলগ্ন সড়কের পার্শ্ববর্তী পুরাতন ভবন ভাঙার কাজ করতে গিয়ে বিম ভেঙে নির্মাণ শ্রমিক আজাদ হোসেন (৪২) ও পথচারী আবদুল ওয়াহেদ (৫৫) মারা গেছেন। বুধবার দুপুরে জেলা সদশ্রমিক আজাদ হোসেন সদর উপজেলার বোয়ালী ইউনিয়নের খামার বোয়ালী গ্রামের আবদুল মজিদ মিয়ার ছেলে। পথচারী আবদুল ওয়াহেদ একই ইউনিয়নের খেয়াঘাট এলাকার বাসিন্দা ও গাইবান্ধা বিসিক শিল্পনগরীর অফিস সহায়ক।
জানা গেছে, গাইবান্ধা জেলা শহরে প্রায় এক মাস ধরে ফোরলেন প্রকল্পের আওতায় রাস্তাসংলগ্ন দোকানপাট ভাঙার কাজ চলছে। নিহত নির্মাণ শ্রমিক শাহজাহান আলীর দোকান ভাঙার কাজ করছিলেন। এ সময় একটি বিম ভেঙে আজাদ হোসেনের গায়ের উপর এসে পড়লে ঘটনাস্থলেই নিহত হন তিনি। এ সময় পথচারী আবদুল ওয়াহেদ রাস্তা দিয়ে যাওয়ার সময় বিমটি তার মাথায় পড়ে। হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়। পরে ফায়ার সার্ভিসের লোকজন এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে নিহত আজাদের লাশ উদ্ধার করে।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মো. শাহরিয়ার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।


সম্পাদকঃ আলমগীর কবীর, ব্যাবস্থাপনা সম্পাদকঃ মনিরুজ্জামান। উপদেষ্টা সম্পাদক পরিষদঃ শাহিন বাবু । অস্থায়ী কার্যালয়ঃ নাওজোড়, বাসন, গাজীপুর মেট্রো পলিটন, গাজীপুর।
যোগাযোগঃ ০১৭১১৪২১৪৫১, ০১৯১১৮৮৯০৯৩, ই-মেইলঃ khoborersomoy24@gmail.com, web: www.khoborersomoy.com